না ফেরার দেশে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্ত

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম আর নেই।

মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

অনেক দিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার মেয়ে কবিতা দাশগুপ্তার বাসায়। ওখানে হঠাৎ করে গত শুক্রবার তিনি বাথরুমে পড়ে যান। পড়ে গিয়ে পায়ে ফ্র্যাকচার হয়েছিল। তখন তিনি অজ্ঞান হয়ে যান। ওই অবস্থায় তাকে ফ্লোরিডার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

সি আর দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। তিনি ১৯৪৭ সালে পাকিস্তান আর্মিতে অফিসার পদে যোগ দেন। ১৯৬৫ সালে সৈনিক জীবনে প্রথম যুদ্ধে লড়েন তিনি৷ ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে পাকিস্তানের হয়ে আসালং এ একটা কোম্পানির কমান্ডার হিসেবে যুদ্ধ করেন তিনি। এই যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পাকিস্তান সরকার তাকে পুরস্কৃত করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদ থেকে অবসরে যান। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দায়িত্ব পালন করছিলেন।

তিনি ছিলেন বাংলাদেশ রাইফেলসের (বর্তমানে বিজিবি) প্রথম ডিরেক্টর জেনারেল। মহান স্বাধীনতা সংগ্রামের দেশ মাতৃকার মুক্তির জন্য তিনি সেক্টর কমান্ডার হিসেবে যে ভূমিকা রেখেছিলেন তা বাংলাদেশের ইতিহাসে চির অমলিন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে সরকার। তাঁর নামে রাজধানী ঢাকাতে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় নতুন আরো ১৮২ জন করোনা রোগী শনাক্ত

দাকোপ প্রতিদিন

ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দাকোপ প্রতিদিন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৪ জন

দাকোপ প্রতিদিন

দুই বাঙালি নারীও আছেন অক্সফোর্ডের ভ্যাকসিন টিমে

দাকোপ প্রতিদিন

২৪ ঘণ্টায় শনাক্ত আরও ৮৮৭ জন, ১৪ জনের মৃত্যু

দাকোপ প্রতিদিন

দেশে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু

দাকোপ প্রতিদিন

দেশে প্রথম করোনার টিকা নিলেন রুনু ভেরোনিকা কস্তা

দাকোপ প্রতিদিন

চলে গেলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর

দাকোপ প্রতিদিন

দেশে একদিনে করোনা শনাক্তের রেকর্ড ৭৮৬

দাকোপ প্রতিদিন