বানিশান্তা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চান সুদেব কুমার রায় (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : বানিশান্তা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সুদেব কুমার রায়।  

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির পর বানিশান্তা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বানিশান্তা ইউনিয়নের টানা দুইবার নির্বাচিত চেয়ারম্যান সুদেব কুমার রায় এই প্রত্যয় ব্যক্ত করেন।   

১৩ মার্চ শনিবার রাতে ঢাকার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন,  “প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারীকে, এছাড়া আমি ধন্যবাদ দিতে চাই দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক বিনয়কৃষ্ণ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দকে। আমি গত নির্বাচনেও দলের মনোনয়ন পেয়েছিলাম এবং আমি কাজ করেছি। এবারও মনোনয়ন পাওয়াতে আমি আরো ভালো করে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারব, সেই সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীতে যাতে আমাদের ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে পারি, আমাদের ভিশন টোয়েন্টি-টোয়েন্টি ওয়ান যাতে বাস্তবায়ন হয়, জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, তাঁর হাতকে শক্তিশালী করার যে দায়িত্ব আমার উপর অর্পিত হলো, আমি চেষ্টা করব আমার জীবন বাজি রেখে সেই দায়িত্ব পালন করার। আগামীতে বানিশান্তা ইউনিয়নকে একটি আদর্শ  ইউনিয়নে রূপান্তরিত করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।”

ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “ইউনিয়নবাসীকে আমি ধন্যবাদ দিতে চাই তারা অনেক উৎকণ্ঠায় ছিল, অনেক অপেক্ষা করেছিল আমার মনোনয়নের খবর জানার জন্য, তারা অনেকে মন্দিরে মসজিদে আমার মনোনয়নের জন্য প্রার্থনা করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমি আশা করি তারা আগামী নির্বাচনে আমার সাথে থাকবে এবং নৌকা প্রতীকে ভোট প্রদানের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবে।”

উল্লেখ্য প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩০০টিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসকল প্রার্থী চূড়ান্ত করা হয়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন

না ফেরার দেশে সমাজসেবক শিবপদ পোদ্দার

দাকোপ প্রতিদিন

ইউনিয়নবাসীর চাহিদার ওপর ভিত্তি করেই উন্নয়ন করতে চান সুদেব কুমার রায়

দাকোপ প্রতিদিন

অন্তর্বর্তীকালীন সরকারের দপ্তর বণ্টন, কে কোন দপ্তর পেলেন

দাকোপ প্রতিদিন

আজ টেলিভিশনের পর্দায় ‘হাসিনা: আ ডটার’স টেল’

দাকোপ প্রতিদিন

আগাম প্রস্তুতির কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে : প্রধানমন্ত্রী

দাকোপ প্রতিদিন

কৈলাশগঞ্জের আশীষ রক্তের বাঁধনে বাঁধলেন নোয়াখালীর শিশু সিয়ামকে

দাকোপ প্রতিদিন

পৃথিবীর বুকে অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয়ে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দাকোপ প্রতিদিন

এমপি গ্লোরিয়া ঝর্ণা’র পিতার মৃত্যুতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ বানীশান্তা ইউ: শাখার শোক

দাকোপ প্রতিদিন

লাউডোব বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ (এসএসসি ২০২০) – ছবি গ্যালারি – পর্ব ৭

দাকোপ প্রতিদিন