২০ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত ১ম ধাপের ইউপি নির্বাচনে দাকোপ উপজেলায় ৭টিতে নৌকা, ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার রাতে প্রার্থীদের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস এই ফলাফল ঘোষনা করেন।
ঘোষিত বেসরকারি ফলাফলে ১নং পানখালী ইউপিতে বিজয়ী শেখ সাব্বির আহম্মেদ (আনারস) পেয়েছেন ৪৬৭৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আব্দুল কাদের নৌকা) ৪৬০৩ ভোট, ২ নং দাকোপে বিজয়ী বিনয় কৃষ্ণ রায় (নৌকা) পেয়েছেন ২৯৩১ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জয় কুমার রায় (আনারস) ২২২৫ ভোট, ৩ নং লাউডোব ইউনিয়নে শেখ যুবরাজ (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী, ৪ নং কৈলাশগঞ্জ ইউপিতে বিজয়ী মিহির মন্ডল (নৌকা) ৬২৫৩ নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবব্রত সরকার (আনারস) ৩৪৮৯ ভোট, ৫ নং সুতারখালী ইউপিতে বিজয়ী মাসুম আলী ফকির (নৌকা) ৮১৯০ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী জিএম আশরাফ হোসেন (অটোরিক্সা) ২৪৪৯ ভোট, ৬ নং কামারখোলা ইউনিয়নে বিজয়ী পঞ্চানন মন্ডল (নৌকা) ৫৬৯০ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদের সানা (হাতপাখা) ১৯৫৮ ভোট, ৭ নং তিলডাঙ্গা ইউনিয়নে বিজয়ী জালাল উদ্দিন গাজী (আনারস) ৬১৪০ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী রনজিত কুমার মন্ডল (নৌকা) ৪৭০৯ ভোট, ৮ নং বাজুয়া ইউনিয়নে বিজয়ী মানস কুমার রায় (নৌকা) ৬৩১৩ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবপ্রসাদ গাইন (আনারস) ৪০৪৬ ভোট এবং ৯ নং বানিশান্তা ইউনিয়নে বিজয়ী সুদেব কুমার রায় (নৌকা) ৪৫৬০ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী সুধাংশু কুমার বৈদ্য পেয়েছেন ২৯৯৯ ভোট।