করোনা ভাইরাস প্রতিরোধে খুলনায় শুক্রবার (২০ মার্চ) পর্যন্ত বিদেশফেরত ১৯৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়াও তিন জনকে কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।
কোয়ারেন্টিনে যাদের রাখা হয়েছে তারা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশে থেকে ফিরেছেন। হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন খুলনার দাকোপে ২৮ জন, বটিয়াঘাটায় ৯ জন, রূপসায় ৩৫ জন, তেরখাদায় ৮ জন, দিঘলিয়ায় ৩ জন, ফুলতলায় ৮ জন, ডুমুরিয়ায় ৪ জন, পাইকগাছায় ৩৬ জন, কয়রায় ২৭ জন, খুলনা মহানগরীতে ৪০ জন। ছাড়পত্র পেয়েছেন তেরখাদার ২ জন ও দাকোপের ১ জন।