হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন টম হ্যাঙ্কস

করোনাভাইরাস মুক্ত হয়ে অস্ট্রেলিয়ার এক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন টম হ্যাঙ্কস। ভাইরাস শনাক্তের পর তাকে ও তার স্ত্রীকে সেখানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তবে তার স্ত্রী রিটা উইলসন এখনো হাসপাতালে ভর্তি আছেন। স্বাস্থ্য কর্মকর্তাগণ একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

দু’বার অস্কারজয়ী এই অভিনেতা এবং তার স্ত্রী উইলসন অস্ট্রেলিয়ার পরিচালক ব্যাজ লুহারম্যানের এলভিজ প্রিসলীর জীবনী ভিত্তিক চলচ্চিত্রে অভিনয়ের কাজে ব্রিসবেনের কাছে গোল্ড কোস্টে অবস্থানকালে করোনায় আক্রান্ত হন। তাদের উভয়েরই বয়স ৬৩ বছর।

শিল্পী ও গীতিকার উইলসন কোভিড-১৯ শনাক্তের আগে সিডনী ও ব্রিসবেনে কনসার্টে অংশ নেন। অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ তাদের পরীক্ষা করে দেখে।

এই দম্পতি কোভিড-১৯ আক্রান্ত অবস্থায় কীভাবে কাটাচ্ছেন সে সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। তারা অস্ট্রেলিয়ার পরিচর্যাকারীদের ধন্যবাদ জানান ও ভক্তদের এড়ানোয় বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার অনুরোধ জানান।

হ্যাঙ্কস গোল্ড কোস্টের এপার্টমেন্টে ফিরে আসবেন বলে মনে করা হচ্ছে। ওই অ্যাপাটমেন্টে তিনি এলভিসের দীর্ঘ সময়ের ব্যাবস্থাপক কর্নেল টম পার্কারের চরিত্রে অভিনয়ের জন্যে উঠেছিলেন।

আরও পড়ুন

স্রষ্টার নাম উল্লেখ নেই ‘গেন্দা ফুল’ ভিডিওতে, বাদশাহর কাছ থেকে ৫ লক্ষ টাকা সাহায্য পেলেন লোকশিল্পী রতন কাহার

দাকোপ প্রতিদিন

সুন্দরবনের সব পর্যটন এলাকা বন্ধ ঘোষণা

দাকোপ প্রতিদিন

করোনায় ‘কাইশ্যা’খ্যাত জাপানের অভিনেতা শিমুরার মৃত্যু

দাকোপ প্রতিদিন

তথ্য গোপন করায় করোনা আক্রান্ত গায়িকার বিরুদ্ধে মামলা

দাকোপ প্রতিদিন

চলে গেলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর

দাকোপ প্রতিদিন