খুলনা জেলায় প্রথম করোনা আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগী (৬২) নগরীর করিমনগর এলাকার বাসিন্দা। তিনি তাবলিগ জামাতের সঙ্গে জড়িত। এছাড়া তিনি অবসরপ্রাপ্ত একজন ব্যাংকার।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে আক্রান্ত ব্যক্তির নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে পরীক্ষা করার পর তার করোনা পজেটিভ ধরা পড়ে।
আক্রান্ত ব্যক্তির হালকা কাঁশি ছিল। তবে, জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট ছিল না। করোনা শনাক্তের পর তার বাড়ি লকডাউন করা হয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আক্রান্ত ব্যক্তি তাবলীগের তিন চিল্লায় (১২০ দিন) গিয়েছিলেন। সর্বশেষ তিনি ঢাকা ও নরসিংদীতে তাবলীগে ছিলেন। গত ৪ এপ্রিল তিনি নরসিংদী থেকে বাসায় ফিরে আসেন। তার সর্দি ও জ্বর রয়েছে। তবে, তার গলা ব্যথা ও শ্বাসকষ্ট নেই।