করোনা মোকাবিলায় বিশ্বকাপ জয়ের জার্সি দান ম্যারাদোনার
জার্সিতে ম্যারাদোনা লিখেছেন, ‘‘ আমরা এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারব ৷ ’’ করোনা যুদ্ধে এবার সামিল দিয়েগো ম্যারাদোনাও ৷ করোনা যোদ্ধাদের সাহায্য করতে এবার নিজের ১৯৮৬ বিশ্বকাপ জয়ের জার্সি দান করলেন আর্জেন্টিনার এই কিংবদন্তী ৷ ওই বিশ্বকাপে পরে খেলেছিলেন,...